দেশ

মণিপুরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঘাঁটি গুঁড়িয়ে দিল সেনাবাহিনী

মণিপুর: মণিপুরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড (ইসাক–মুভিয়া)‌ বা এনএসসিএনআইএম–এর একটি গুপ্ত ঘাঁটি গুঁড়িয়ে দিল সেনাবাহিনী। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, গোলাগুলি। কেন্দ্রের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি করেছে উত্তরপূর্বের সব থেকে বড় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএসসিএনআইএম। চুক্তি অনুযায়ী, সেনাবাহিনীকে তাদের সব কটি ঘাঁটির তথ্য দেওয়া জরুরি। সেনা বিবৃতি দিয়ে জানিয়েছে, গোপন সূত্রে তারা খবর পায় কেক্রু নাগা গ্রামের ওই ঘাঁটির কথা গুপ্ত রেখেছিল এনএসসিএনআইএম। এবং ওই ঘাঁটি থেকেই এলাকাবাসীদের কাছ থেকে ভয় দেখিয়ে তোলা আদায় করছিল জঙ্গিরা। সেই মতো শুক্রবার রাতে অভিযান চালিয়ে শনিবার সম্পূর্ণ ঘাঁটি গুঁড়িয়ে দেয় সেনা। সেনাকে এগোতে দেখে বাকি জঙ্গিরা পালিয়ে গেলেও এক জঙ্গিকে আটক করেছে সেনা।