৮ জন বিধায়ককে মানেসরের এক বিলাসবহুল হোটেলে বিজেপি জোর করে আটকে রেখেছে বলে অভিযোগ এনেছে কংগ্রেস। তাঁদের চারজন কংগ্রেসের, একজন নির্দল, বাকিরা বিএসপি, এসপির। এখনও চার কংগ্রেস বিধায়ক মানেসরের হোটেলে রয়েছেন। এক কংগ্রেস ও দুজন নির্দলকে নিয়ে যাওয়া হয়েছে কর্নাটকের এক রিসর্টে। কংগ্রেসের দিগ্বিজয় সিং বলেছেন, প্রচুর টাকার বিনিময়ে কমলনাথের সরকার ফেলার চক্রান্তে নেমেছে কেন্দ্রের শাসক দল। বহুজন সমাজ পার্টির এক বিধায়ককে চার্টাড ফ্লাইটে বিজেপির এক বড় নেতা দিল্লি নিয়ে গিয়েছেন। তারা এমএলএ কেনার চেষ্টা করছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও অন্য বিজেপি নেতারা আটজনকে জোর করে হোটেলে আটকে রেখেছেন। তাদের ফেরানোর চেষ্টা করা হচ্ছে। চারজন ফিরে এসেছেন। ফিরেছেন বিএসিপর বিধায়ক রামবাই সিং। তবে আদিবাসী বিধায়ক বিশুলাল সিংকে এখনও আটকে রাখা হয়েছে। শিবরাজ ও অন্য নেতারা হোটেল গিয়েছেন বলে খবর। বিজেপি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।