দেশ

মহারাষ্ট্রের কুনাডা গ্রামে নদীতে পড়ে পাথরের মাঝে আটকে মৃত্যু হল বাঘের

মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় কুনাডা গ্রামের নদীতে পড়ে পাথরের মধ্যে আটকে মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক বাঘের। বুধবার কুনাডা গ্রামের একটি সেতু থেকে সিরনা নদীতে ঝাঁপ দিয়েছিল বাঘটি। সেতু থেকে নদীর দূরত্ব ছিল ৩৫ ফুট। এত উঁচু থেকে ঝাঁপ দেওয়ার পর নদীতে থাকা পাথরের মাঝে আটকে যায় বাঘটি। কিছুতেই নিজেকে মুক্ত করতে পারেনি। বনকর্মীরা খবরটি জানার পরেই ঘটনাস্থলে হাজির হন। কিন্তু খাঁচায় পুরতে পারেননি বাঘটাকে। বৃহস্পতিবার সকালে নদীতেই মারা যায় বাঘটি। মনে করা হচ্ছে মেরুদণ্ডে আঘাতের ফলেই বাঘটির মৃত্যু হয়েছে। বনকর্মীরা জানিয়েছেন, বাঘটির দাঁতেও গুরুতর আঘাত লেগেছিল। জানা গেছে বুধবার বাঘটি লোকালয়ে চলে এসেছিল। একটি গবাদি পশুকে খাওয়ার পর সেতুর উপর বিশ্রাম নিচ্ছিল। তারপর নদীতে ঝাঁপ দিয়েছিল। ঝাঁপ দেওয়ার পর নদীতে থাকা পাথরের মধ্যে আটকে যায় বাঘটির শরীর। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটায় বনকর্মীরা উদ্ধারকাজ চালাতে পারেননি। অবশ্য একটি খাঁচা রাখা হয়েছিল। কিন্তু বাঘটি নিজেকে মুক্ত করে খাঁচায় ঢুকতে পারেনি। কিছু বনকর্মী অবশ্য সারারাত বাঘটির উপর নজর রাখেন। বৃহস্পতিবার সকালে বাঘটিকে আর নড়াচড়া করতে দেখা যায়নি। বনকর্মীরা পরীক্ষার পর জানান, বাঘটি মারা গিয়েছে।