দেশ

মহারাষ্ট্রে দুই-তৃতীয়াংশে এগিয়ে বিজেপি জোট

শুরু হয়েছে মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটের গণনা। প্রাথমিকভাবে গণনার যা প্রবণতা, তাতে দুই রাজ্যেই এগিয়ে বিজেপি জোট। সকাল ৯টা পর্যন্ত মহারাষ্ট্রে বিজেপি এগিয়ে ৯৬টিতে, শিবসেনা ১৭টিতে। কংগ্রেস ৩৫ এবং এনসিপি ৩৬টিতে এগিয়ে। হরিয়ানায় বিজেপি ৪৫, কংগ্রেস ২৪, জেজেপি ৫, আইএনএলডি-অকালি ২ এবং অন্যরা ১৬টি আসনে এগিয়ে। হরিয়ানায় নির্ণায়ক হয়ে উঠতে চলেছে দুষ্যন্ত চৌতালার জননায়ক জনতা পার্টি। এপাতত তারা অগিয়ে ১০টি আসনে।একইসঙ্গে ১৭টি রাজ্যের ৫১টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা চলছে। ভোট গোনা হচ্ছে সাতারা ও সমস্তিপুর লোকসভা কেন্দ্রের ভোটও। মহারাষ্ট্র, হরিয়ানায় বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াই। অন্যদিকে, লোকসভা ভোটের পর এই প্রথম শক্তিপরীক্ষায় কংগ্রেস ও বিরোধীরা কে কোথায় দাঁড়িয়ে তার ও পরীক্ষা। মহারাষ্ট্রে এনসিপি, নবনির্মাণ সেনারও মাটি ধরে রাখার লড়াই। হরিয়ানায় শক্তিপরীক্ষা ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ও জননায়ক জনতা পার্টিরও।