ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি দিল্লি পুলিশের আচরণে বিতর্ক তৈরি হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সংসদে পাশ হওয়ার পরেই দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের দিল্লির পাশবিক অত্যাচার বিতর্ক তৈরি করেছে। তার ওপর সম্প্রতি জেএনইউ–তে পুলিশের নিষ্ক্রিয়তা জোর বিতর্ক শুরু হয়েছে। সেবিষয়ে মন্তব্য করতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘মাত্র ২ দিনের জন্যে দিল্লি পুলিশকে আমাদের হাতে ছেড়ে দিন, দেখুন কী করতে পারি। কীভাবে কাজ করাতে হয়, দেখিয়ে দেব।’ মঙ্গলবার একটি জাতীয় সংবাদমাধ্যমে এসে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দিল্লি পুলিশ খারাপ না। আমি তাদের দোষারোপ করি না। তারা সমর্থ। একটা সৎ সরকারের অধীনে কাজ করলে প্রত্যেকেই চমৎকার কাজ করবে। ওদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিন। ওপর থেকে নির্দেশ পেয়েই ওরা কিছু করে না।’ দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। স্বরাষ্ট্রমন্ত্রককেই জবাবদিহি করে দিল্লি পুলিশ।