মালদা

মালদা ইংরেজবাজার থানার উদ্যোগে দুর্গাপূজা কমিটি গুলিকে নিয়ে আলোচনা সভা

হক জাফর ইমাম,মালদা: শারদীয়া উৎসবকে সামনে রেখে মালদা ইংরেজবাজার থানার উদ্যোগে শুক্রবার মালদা জেলার শহর এবং গ্রামের দুর্গাপূজা কমিটিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালদা ইংরেজবাজার থানার আইসি শান্তনু মিত্র, ডিএসপি বিপুল মজুমদার, ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী সহ অন্যান্যরা।১৫টি ব্লক নিয়ে গঠিত মালদা জেলা। মালদা জেলার ইংরেজবাজার ব্লকে প্রায় দুই শতাধিক দূর্গা পূজো হয়। তারমধ্যে বিগ বাজেটের পুজো হয় মালদা জেলার ইংরেজবাজার শহরে। তাই জেলার বিভিন্ন প্রান্ত ছারাও অন্য জেলা থেকেও দর্শকরা বিগ বাজেটের প্রতিমা দেখতে ভিড় জমায় এই শহরে। তাই ভিড়ের মাঝে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে এদিনের আলোচনা সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ক্লাব কর্তাদের হাতে গাইডলাইন তুলে দেওয়া হয়। পাশাপাশি সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে বিভিন্ন নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যেমন বড় বাজেটের পুজো কমিটিগুলোকে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে বলা হয়। এ বিষয়ে ইংরেজবাজার থানার আইসি শান্তনু মিত্র জানান, আজ অর্থাৎ শুক্রবার গ্রাম এবং শহরের ক্লাব কর্তাদের একত্রিত করে পুজো নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পূজার নিয়মাবলী তুলে ধরা হয় উদ্যোক্তাদের সামনে। তার সঙ্গে পূজো নিয়ে তাদের সমস্যার কথা শুনেন এবং সেগুলির সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।