হক জাফর ইমাম, মালদা: দীর্ঘ সময় ধরে চলা গরমে রক্তের সংকট দেখা দিয়েছে মালদা জেলা জুড়ে, রক্ত সংকট দূর করতে মালদা কালেকটরেট এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে রবিবার রক্তর্পণ অনুষ্ঠান করা হয় মালদা শহরের রামকিঙ্কর বেইজ প্রদর্শশালায়। এই দিনের রক্তর্পণ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মালদা সদর মহকুমা শাসক পার্থ চক্রবর্তী ,এছাড়াও উপস্থিত ছিলেন মালদা কালেকটরেট এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের স্বপন মুখার্জি সহ সমস্ত সদস্য বৃন্দ। জানা যায়,রক্তর্পণ অনুষ্ঠানে খবর লেখা পর্যন্ত ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মালদা সদর মহকুমার শাসক পার্থ চক্রবর্তী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান মালদা জেলা হাসপাতলে রক্ত সংকটের কথা মাথায় রেখে মালদা কালেকটরেট এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে রবিবার রক্তর্পণ অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন। মালদা কালেকটরেট এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের সদস্য স্বপন মুখার্জি জানান তাদের লক্ষ্য জেলার হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটানোর, আজকের রক্তর্পণ অনুষ্ঠানে তাদের প্রাথমিক ধারণা ১০০ জনের উপরে রক্তদাতা রক্ত দান করবে।