মালদা

মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জি.কে.সি.আই.ই.টি কর্তৃপক্ষকে ডেপুটেশন

হক জাফর ইমাম, মালদা: মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জি.কে.সি.আই.ই.টি কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়া হয়। শুক্রবার পুরাতন
মালদা ব্লকের নারায়নপুরে অবস্থিত জি.কে.সি.আই.ই.টির কর্তৃপক্ষকে ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের ৫ জন বিধায়ক সহ জি.কে.সি.আই.ই.টি-র ছাত্রছাত্রীরা।শুক্রবার দুপুরে জেলা কংগ্রেসের পক্ষ থেকে পুরাতন মালদার নারায়ণপুরে জি.কে.সি.আই.ই.টি কর্তৃপক্ষকে ১০ দফা দাবি সম্বলিত ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়। ডেপুটেশনের শুরুতে চাঞ্চল্যের সৃষ্টি হয় ইনস্টিটিউশন চত্বরে। সিকিউরিটি গার্ডরা ইন্সটিটিউশনে ঢুকতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্ররা। ঘটনাস্থলে মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।জেলা কংগ্রেসের সভাপতি তথা হরিশচন্দ্রপুরের বিধায়ক মোস্তাক সাহেব জানান, শুক্রবার ১০ দফা দাবি নিয়ে কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়া হচ্ছে। জি.কে.সি.আই.ই.টি-তে বি-টেক, এম-টেক সহ রিসার্চ কোর্স চালু করা, গেজেট পাশ হয়ে যাওয়া সত্যেও নতুন ক্লাসে এখনও ছাত্র ছাত্রীদের জি.কে.সি.আই.ই.টি কর্তৃপক্ষ ভর্তি না নেওয়া, যার ফলে হয়রানি হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা তাই অতিসত্বর সঠিক পদ্ধতি অবলম্বন করে ছাত্র ভর্তি করা সহ একাধিক দাবি নিয়েই তারা এদিন ডেপুটেশন দেন।