বিনোদন

মাদাম তুসোয় স্থাপন হল শ্রীদেবী-র মূর্তি

সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাঁদিয়ে দেড় বছর আগে চলে গিয়েছেন বলিউডের ‘হাওয়া হাওয়াই’ শ্রীদেবী। তাঁর ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিঙ্গাপুরের মাদাম তুসোয় বসানো হয় তাঁর মোমের মূর্তি। অভিনেত্রীর অন্যতম জনপ্রিয় ছবি ‘মিস্টার ইন্ডিয়া’-র ‘হাওয়া হাওয়াই’ রূপে মূর্তি স্থাপন করা হয়েছে। ৫ বছর বয়স থেকে অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন শ্রীদেবী। শিশু শিল্পী হিসেবে তামিল ছবি ‘কানদান কারুনাই’-এ তাঁকে দেখা যায়। তামিল ছবি থেকে সোজা বলিউডে আসার যাত্রা শুরু করেন তিনি। এরপর একে একে ‘চালবাজ’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চাঁদনি’, ‘মম’, ‘ইংলিশ ভিংলিশ’-এর মতো ছবিতে কাজ করেছেন। তাছাড়াও তেলেগু, কানাডা এবং মালায়ালাম ছবিতে অভিনয় করেছেন শ্রীদেবী। স্বামী বনি কাপুর এবং শ্রী-র দুই কন্যা জাহ্নবী এবং খুশি কাপুর সেই মূর্তি উদ্বোধন করেন। এছাড়াও গোটা কাপুর পরিবার সেখানে উপস্থিত ছিল। শ্রীদেবীর মূর্তির সঙ্গে পোজ দিতে দেখা যায় বনি, খুশি এবং জাহ্নবীকে। এছাড়াও ছোট ভাই সঞ্জয় কাপুর এবং তাঁর স্ত্রীও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে কিছুটা হলেও আবেগপ্রবণ হয়ে পড়েন বনি কাপুর। আবেগঘন সেই মুহূর্তের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর চলে যাওয়া আজও কিছুতেই মেনে নিতে পারছেন না বনি।  তিনি বলেন, ‘শ্রীদেবী আজও আমার সঙ্গে রয়েছেন। আমাদের পাশে তিনি চিরকাল থাকবেন। শ্রী আমাদের আশীর্বাদ করছেন।’ এরপরেই কান্নায় ভেঙে পড়লেন বনি কাপুর। বাবার হাত শক্ত করে ধরেন জাহ্নবী কাপুর। তিনি বলেন, মা আমাদের সঙ্গে আছেন। গোটা পরিবারই অভিনেত্রীকে স্মরণ করে বললেন ‘শ্রীদেবী অমর থাকবেন।’