নয়াদিল্লিঃ মাধ্যাকর্ষণ আবিষ্কারের কৃতিত্ব আইনস্টাইনকে দিয়ে বিতর্কের মুখে পড়েছেন কেন্দ্রীয় বাণিজ্য তথা রেলমন্ত্রী পীযুষ গোয়েল। তাঁকে নিয়ে একের পর এক ট্রোলিং চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এই প্রসঙ্গে এবার কেন্দ্রীয় মন্ত্রী নিজেই সরব হলেন। শুক্রবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে এসে নিজের ভুল স্বীকার করে বললেন, ‘মুখ ফসকে ভুল করেছি। আমরা সবাই ভুল করি। এমনকী, আইনস্টাইনও একবার বলেছিলেন, যে ভুল করে না, সে কোনওদিন নতুন কিছু করেনি। আমি তাঁদের মধ্যে পড়ি না যাঁরা ভুল করতে ভয় পান।’এদিন তিনি আরও বলেন, “যখনই নিজের ভুল বুঝতে পেরেছি তখনই আমি কোন পরিপ্রেক্ষিতে একথা বলেছি তাঁর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভুলটাই বেশি আলোচিত হয়েছে। তারপর আমি ভাবলাম, প্রকাশ্যেই নিজের ভুল স্বীকার করব। সেটাই করলাম।” ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসের নতুন যাত্রা শুরুর অনুষ্ঠানে এই মন্তব্য করেন রেলমন্ত্রী। পীযুষের মতে, তাঁর ভুল ধরতে মানুষ এতই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, যে আসল বার্তাটাই কারও কাছে পৌঁছয়নি।