বিদেশ

মেডিসিনে ঘোষণা হল নোবেল পুরস্কার

স্টকহল্ম: সোমবার হাইপোকসিয়া গবেষক তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হল৷ উইলিয়ম জি কেলিন, স্যার পিটার রাটক্লিফ এবং গ্রেগ এল সিমেনজা পেলেন নোবেল পুরস্কার৷ কীভাবে কোষগুলি অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে খাপ খায় সেই কাজের জন্য তারা নোবেল পুরস্কার পেলেন৷নোবেল কমিটি জানিয়েছে যে কোষগুলি অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে খাপ খাওয়ার ফলে এত জন্তু সহজেই নানারকম জায়গাকে তাদের থাকার স্থান বানিয়ে নিয়েছে৷ তারা নানারকম উচ্চ ভূমিতে থাকলেও তারা সহজেই তার সঙ্গে মিশে যেতে পারে৷এই তিন গবেষক যৌথভাবে নোবেল পুরস্কারটি পেলেন৷ কমিটি জানিয়েছে যে তাদের আবিস্কারের ফলে এনিমিয়া, ক্যানসার এবং এরম সব রোগের বিরুদ্ধে লড়তে একটি নতুন আশা দিল৷উইলিয়ম জি কেলিনের জন্ম নিউ ইয়র্কে৷ বস্টনে ডানা-ফার্বার ক্যানসার ইনস্টিটিউটে তিনি নিজের রিসার্চ ল্যাবটরিত তৈরি করেন৷ ২০০২ সালে হার্ভাড মেডিক্যাল স্কুলে ফুল-টাইম প্রফেসর হন৷গ্রেগ এল সিমেনজার ও নিউ ইয়র্কে জন্ম৷ ১৯৯৯ সালে জনস হপকিনস ইউনিভার্সিটিতে ফুল-টাইম প্রফেসর হন৷ ২০০৩ সাল থেকে হপকিনস ইউনিভার্সিটিতে ভাসকুলার রিসার্চ প্রোগ্রামের ডিরেক্টর হন৷স্যার পিটার রাটক্লিফের জন্ম ইংল্যান্ডের ল্যানকেসায়ারে৷ মেডিসিন নিয়ে পড়াশোনা করেন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে৷ এরপর অক্সফর্ড বিশ্ববিদ্যালয়ে নিজস্ব রিসার্চের একটা দল তৈরি করেন৷ এরপর ১৯৯৬ সালে ফুল-টাইম প্রফেসর হয়ে যান৷