দেশ

‘মোদিজি ঠিক বলেছেন, দেশজুড়ে এনআরসি সংসদে বা মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়নি’, ‌ডিগবাজি অমিত শাহের

‘মোদিজি ওয়াজ রাইট। দেশজুড়ে এনআরসি সংসদে বা মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়নি’। — স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, “মোদিজি ওয়াজ রাইট! দেশজুড়ে এনআরসি সংসদে বা মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়নি”। এবার পাল্টি খেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, দেশজুড়ে জাতীয় নাগরিক পঞ্জি তথা এনআরসি-র বাস্তবায়ণ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা বা সংসদে কোনও আলোচনাই হয়নি। তা নিয়ে হই হই পড়ে গিয়েছিল গোটা দেশে! কারণ, মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নিজেই তো এনআরসির বাস্তবায়নের কথা বলেছিলেন। তাঁর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তো আবার বিশেষণ জুড়ে বলেছিলেন, “এনআরসি বাস্তবায়নের পর অনুপ্রবেশকারীদের উঁইপোকার মতো তাড়াব”। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুজোর আগে কলকাতায় নেতাজি ইনডোরের সভায় এসে বলেছিলেন, “শুধু বাংলা কেন, সারা দেশে এনআরসি হবে।” সেই সুর ধরে দিলীপ ঘোষরাও বলতে শুরু করেছিলেন, সারা দেশে এনআরসি করে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে। দিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহও তাই বলেন। তাঁর কথায়, “বিরোধীরা অশান্তি তৈরি করতেই এই ধরনের ভুয়ো কথা রটাচ্ছে।” মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জনসংখ্যাপঞ্জি বা এনপিআর-এ সিলমোহর দিয়েছে। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শাহ বলেন, “এনপিআরের সঙ্গে এনআরসির কোনও সম্পর্ক নেই। এর সঙ্গে সিএএ বা নাগরিকত্ব আইনেরও কোনও যোগ নেই। মানুষকে বিভ্রান্ত করার জন্যই নানা কথা বলা হচ্ছে।” শাহ এদিন স্পষ্ট করে বলেন, “জন মানচিত্র ছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়ন করা সম্ভব নয়। রাজ্য সরকারের মধ্যে এ নিয়ে কোনও আশঙ্কা থাকলে তা হলে তা সরিয়ে দিক। এনপিআর-এর তথ্য এনআরসি-তে ব্যবহার করা যাবে না। দুটি প্রক্রিয়ার মধ্যে কোনও লেনদেন নেই। এনপিআর-এর জন্য কোনও নথি প্রয়োজন নেই।’’ দেখুন সেই ভিডিও –