জেলা

যদি এই লড়াইয়ে কেউ না আসে, আমি একলাই লড়াই করব: মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়িঃ উত্তরবঙ্গ উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করলেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নতুন ভবনের । একই সঙ্গে উত্তরবঙ্গের ৮ জেলার ৯ নবরত্নকে সম্মান জানান । বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী এনপিআর প্রসঙ্গে শিলিগুড়িতে বলেন, যদি এই লড়াইয়ে কেউ না আসে আমি একলাই লড়াই করব। এনআরসি-সিএএ তো নয়ই, এনপিআরও করতে দেব না বাংলায়। আমাদের লড়াই চলবে। শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসব থেকে এভাবেই গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনপিআর ইস্যুতে মোদী সরকারের একহাত নেওয়ার পাশাপাশি বিরোধীদের বার্তা দেন তিনি। “আমি মানুষ । আমার মান এবং হুঁশ দু’টোই আছে । যারা অশান্তি ঝগড়া তৈরি করতে চাইছে তাদের প্ররোচনায় পা দেবেন না । বাঙালি, বিহারি অথবা হিন্দু বা মুসলিম প্রত্যেকের রক্ত লাল । প্রত্যেককেই আমার প্রয়োজন । সকলকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলায় থাকতে চাই ।” উৎসবের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আরও একবার জানিয়ে দেন এ রাজ্যে নাগরিকত্ব আইন কার্যকর হবে না । কার্যকর হবে না এনপিআর । এমনকী জনগণনার ক্ষেত্রে নির্দিষ্ট যে ফর্ম রয়েছে তাতে বাবা মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থানে দেওয়ার কথা বলা হয়েছে । তা প্রত্যাহার করা না হলে সেই এনপিআর হবে না রাজ্যে । মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা বাংলা মায়ের সন্তান । শত্রু এলে অস্ত্র হাতে নয়, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে জানি । আমি আপনাদের পাশে আছি। আর আমি আছি মানেই বাংলার ১০০ শতাংশ মানুষ একত্রে আছি।” সিকিমসহ উত্তর-পূর্বের রাজ্যগুলোর প্রতিও আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা আরও একবার ভেবে দেখুন প্ররোচনায় পা দেবেন না । এনপিআর- এর ক্ষেত্রে আপতত বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থান উল্লেখ করার কথা বলা হয়েছে। সেই তথ্য কেউ না দিলে ঠিক সময়ে তাদের বাতিল বলে দেবে এরা । তাই ফর্মে এসব উল্লেখ থাকলে আমার রাজ্যে এনপিআর করতে দেব না ।