কলকাতা

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ পত্র গ্রহণ করলেন না শিক্ষামন্ত্রী

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ গ্রহণ করলেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বসন্ত উৎসব উপলক্ষে খোলা পিঠে ও জামায় আবির দিয়ে বেশ কয়েকটি অশ্লীল শব্দ লেখেন কয়েকজন যুবক-যুবতি । একটি রবীন্দ্রসংগীতের মধ্যে ছাপার অযোগ্য অশ্লীল শব্দ ব্যবহার করা হয় । এই ঘটনায় নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি । আজ শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, উপাচার্যের পদত্যাগ তিনি গ্রহণ করবেন না।