কলকাতা

রাজভবনটাকে বিজেপি-র পার্টি অফিস বানিয়ে দিয়েছেন: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এবার সরাসরি আক্রমণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের । গতমাসের ২৮ এবং ২৯ তারিখে বিজেপি-র রাজনৈতিক প্রচারে নেমেছেন রাজ্যপাল এই অভিযোগ তুলে রাজ্যপালকে চিঠি পাঠিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । এবার আর চিঠিতে নয় সরাসরি রাজ্যপালকে একাধিক ইশুতে আক্রমণ করলেন কল্যাণবাবু । তিনি অভিযোগ করে বলেন ,” রাজ্যপাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবিধান অমান্য করছেন । সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে রাজ্যপাল সরকারের কাজের সমালোচনা পর্যন্ত করতে পারবে না। জগদীপ ধনকড়ের সেই সুবুদ্ধিটুকুও হবে না । ওঁর একটাই এজেন্ডা কী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা যায়। আসলে উনি হিংসা করছেন মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তাকে । ওদের ধারণা ছিল বিজেপি ক্ষমতায় চলে আসবে। কিন্তু করোনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছেন,তা দেখে তিনি বুঝে গেছেন পশ্চিমবাংলায় বিজেপি ধুয়েমুছে সাফ হয়ে গেছে।” তিনি কটাক্ষ করে বলেন ,”রাজ্যপাল রাজভবনটাকে বিজেপি-র পার্টি অফিস বানিয়ে দিয়েছেন । এছাড়াও তিনি ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দিচ্ছেন । এই রাজ্যপাল হিসেবনিকেষ করে এই সমস্ত নোংরামিগুলো করে বেরাচ্ছেন। “

ফাইল চিত্র।