মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজস্থানের থেকে রাজ্যে ছাত্রছাত্রীদের ফিরতে ৩ দিন সময় লাগবে। বুধবারই রাজস্থানের কোটা থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশে ছাড়ছে বাস। লকডাউনে আটকে থাকা রাজ্যের আড়াই হাজারের বেশি পড়ুয়াকে নিয়ে আসবে ১০১টি বাস। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মোট তিনটি জোনে বাসগুলি পৌঁছবে। কলকাতা, আসানসোল ও শিলিগুড়ি। যে ছাত্র-ছাত্রীদের যেই এলাকার সেই মতো বাসগুলিতে তোলা হবে। বাসে ওঠার আগে ও নামার পরে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বুধবার রাতে রওনা দিলে মনে করা হচ্ছে তিন দিন সময় লাগবে বাসগুলির রাজ্যে আসতে। যদিও পশ্চিমবঙ্গও প্রথমে রাজি ছিল না। কিন্তু এনিয়ে সচেষ্ট হন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। ছাত্রছাত্রী ও অভিভাবকদের অসহায়তার কথা উল্লেখ করে তিনি বারবার রাজ্য সরকারের কাছে এনিয়ে দরবার করেন। লোকসভায় কংগ্রেসের দলনেতা প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও পরে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গেও এ বিষয়ে কথা বলেন। সেখান থেকে সাহায্যের আশ্বাস পেলে কথা বলেন রাজ্য সরকারের সঙ্গেও।