দেশ

রাজীব গান্ধীর হত্যাকারী যাবজ্জীবন সাজা প্রাপ্ত নলিনীর এক মাসের জন্য প্যারোলে মুক্তি

রাজীব গান্ধীর হত্যাকারী নলিনী শ্রীহরণকে একমাসের প্যারোলে মুক্তি দিল মাদ্রাজ হাইকোর্ট। গত ২৮ বছর ধরে জেলে রয়েছেন যাবজ্জীবন সাজা প্রাপ্ত নলিনী। এই প্রথম তাঁকে এই দীর্ঘ সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হল। ভেল্লোর জেল থেকে আজই ছাড়া পেয়েছেন নলিনী। মেয়ের বিেয়র জন্য প্যারোলে ৬ মাসের মুক্তির আবেদন জানিয়েছিলেন তিনি। মাদ্রাজ হাইকোর্ট তাঁকে এক মাসের ছুটি মঞ্জুর করে। গত ৫ জুলাই তিনি এই আবেদন জানিয়েছিলেন। তবে এই ছুটিতে থাকা কালীন কোনও সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি কথা বলতে পারবেন না বলে কড়া নির্দেশ দিয়েছ মাদ্রাজ হাইকোর্ট। এছাড়াও একাধিক আচরণবিধির একটি তালিকা নলিনীকে বেঁধে দিয়েছে আদালত। সেই আচরণ বিধি অক্ষরে অক্ষরে পালন করতে হবে তাঁকে।