রাজ্যের উপকূলরক্ষায় আরও নজরদারি বাড়াতে বৃহস্পতিবার হলদিয়া কোস্টগার্ড ফ্লিটে একটি অত্যাধুনিক দ্রুতগামী পাহারাদার জাহাজ যুক্ত হল। এদিন আনুষ্ঠানিকভাবে ফাস্ট পেট্রল ভেসেল জাতীয় এই জাহাজ ‘অমৃত কাউর’কে হলদিয়ার টাউনশিপে কোস্টগার্ড জেটিতে স্বাগত জানানো হয়। নতুন জাহাজের স্বাগত অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ। অত্যাধুনিক যোগাযোগ-প্রযুক্তি এবং নেভিগেশন ক্ষমতাযুক্ত এই জাহাজ রাজ্যের উপকূলের খাঁড়ি এলাকায় নজরদারিতে তৎপরতা বাড়াবে। মৎস্যজীবীদের জীবনরক্ষা, বিপর্যয় মোকাবিলা, চোরাচালান এবং নাশকতা ঠেকাতে এই জাহাজ কার্যকর ভূমিকা নেবে বলে জানিয়েছে কোস্টগার্ড কর্তৃপক্ষ।
হলদিয়া কোস্টগার্ড সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবের স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী রাজকুমারী অমৃত কাউরের নামে নতুন জাহাজটি উৎসর্গ করা হয়েছে।