দেশ

রাজ্যের নাম পরিবর্তনের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দল

নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দল। অধিবেশন চলাকালীন সংসদেই তাঁদের সময় দেন নরেন্দ্র মোদি। রাজ্যের নাম পরিবর্তন জন্য তাঁর সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-রা। রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রীয় সরকার গড়মসি করছে বলে অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব। চলতি মাসের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের নাম বদলে ‘বাংলা’ করা যাবে না। এনিয়ে তিন দফায় প্রস্তাব

প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠিও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অধিবেশন চলাকালীন  সংসদেই প্রধানমন্ত্রীর নির্দিষ্ট ঘরে যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল। সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, রাজ্য বিধানসভায় বাংলার নাম পরিবর্তন সর্বসম্মতিতে পাশ হয়েছে। অথচ সেটি নিয়ে গড়মসি হচ্ছে। আপনি বিষয়টি দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল সাংসদদের কথা মন দিয়ে শুনেছেন। তিনই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন।