হক জাফর ইমাম, মালদা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও স্কুল এডুকেশন দপ্তরের উদ্যোগে রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকার উপজাতি ছাত্রীদের রাজ্য স্তরের খেলাধুলার পারফরম্যান্স বিবেচনা করে এই বছর প্রথম উপজাতি ছাত্রীদের মাথাপিছু প্রায় ৪০০০ টাকা মূল্যের খেলাধুলার সরঞ্জাম দেওয়া হয়। এই দিন মালদা জেলার গাজল, ওল্ড মালদা, হবিবপুর বামন গোলা ব্লকের ১১১ জন উপজাতি ছাত্রীদের হাতে খেলার সরঞ্জাম দেওয়া হয়। মঙ্গলবারের মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট শিক্ষা ভবনে উপজাতি ছাত্রীদের খেলাধুলা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডি আই সেকেন্ডারি এহসানুল করিম, বি সি এস জি এস মালদা ভাইস প্রেসিডেন্ট শান্তনু সাহা, ডি সি এস জি এস মালদা সেক্রেটারি দিলীপ কুমার দাস, সেক্রেটারি সদর সাব ডিভিশন পুষ্পেন্দু কুমার মিশ্রা, চাচোল সাব ডিভিশন সেক্রেটারি প্রিয় জিৎ সরকার, ফুটবল সাব কমিটি মেম্বার আশীষ সাহা, টিসিএস জিএস মালদা প্রাক্তন সেক্রেটারি সেক্স শামসুল হুদা প্রমূখ।