রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৮৫ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়ে গিয়েছেন ৪৬ জন। সব মিলিয়ে রাজ্যে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৪৪ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন মোট ২৬৪ জন রোগী। মৃত্যু হয়েছে ৬৮ জনের। আজ নবান্নে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।