কলকাতা

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৮৫, মৃত ১৮

রোগী ফেরাতে পারবে না বেসরকারি হাসপাতাল

রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে রাজ্যে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮৫। নতুন করে করোনায় আরও ৩ জনের মৃত্যু সহ মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৮। সুস্থ ১০৩ জন।  নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব বলেন, ‘অনেক বেসরকারি হাসপাতাল রোগী ভর্তি নেওয়ার আগে করোনা ফিট সার্টিফিকেট চাইছেন। এমনকী মেকিড্যাল কলেজ থেকেও রোগী প্রত্যাখ্যানের অভিযোগ। এর ফলে রোগীদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। এটা মেনে নেওয়া যাবে না। বেসরকারি হাসপাতালগুলির পাশে রয়েছে রাজ্য সরকার। কিন্তু রোগীদের হয়রানি করা চলবে না।’ করোনার সংক্রমণ বাড়তেই রোগী ফেরানোর ট্রেন্ডের সূত্রপাত। শহর কলকাতা তো বটেই এমনকী রাজ্যের বিভিন্ন প্রান্তে বেসরকারি হাসপাতাল থেকে রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। একাধিক ক্ষেত্রে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনেদের। রোগী ফেরানোর এই প্রবণতা নিয়ে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। এরই পাশাপাশি করোনা মোকাবিলায় লকডাউন পালনেও রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। গোটা রাজ্যজুড়ে লকডাউন পরিস্থিতিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। লকডাউন ভাঙার অভিযোগে ইতিমধ্যেই রাজ্যজুড়ে চালানো অভিযানের জেরে ৩৩,৯৯৭ জন গ্রেফতার হয়েছে। ৩৫৫৬টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। লকাডাউন ভাঙায় মোট ৩৭৪৯টি এফআইআর দায়ের করা হয়েছে।