কলকাতা

রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০, আক্রান্ত ১৪৪, সুস্থ ৫১: মুখ্যসচিব

কলকাতাঃ রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণে আরও তিন জনের মৃত্যু হয়েছে বলে জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের সংক্রমণ বেড়েছে বলেও জানান তিনি। এই নিয়ে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪। গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৯ জন। সুস্থ হয়ে এই নিয়ে মোট বাড়ি ফিরেছেন ৫১ জন। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মুখ্যসচিব। রাজ্যে মোট টেস্টের সংখ্যা ৩৮১১ বলেও জানান তিনি। পাশাপাশি বলেন, “যেখান থেকে বেশি কেস আসছে সেটা নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। সেখান থেকে যাতে করোনাভাইরাস অন্য জায়গায় ছড়িয়ে না যায়, তার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করছি।” মুখ্যসচিব আরও জানান, এই মুহূর্তে রাজ্যে ৫৮২টি কোয়ারেন্টাইন সেন্টার আছে। সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৩৯১৫ জন। ৩৬ হাজার ৯৮৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।