কলকাতা

 রাজ্যে ফের জাঁকিয়ে শীত! 

এবার পৌষ পার্বণেও পরেনি জাঁকিয়ে শীত। ঠান্ডা-গরম মিশ্রিত আবহাওয়া অনুভব করছে বাংলার মানুষ। সম্প্রতি শীত নিয়ে নয়া আপডেট দিল মৌসম ভবন। জানালো এখনই বিদায় নেবে না শীত। এখন গরম অনুভূত হলেও খুব শীঘ্রই আবারো ঠান্ডা অনুভূত হবে সারা বাংলা জুড়ে। চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত অনুভব করবে বাংলার মানুষ। প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস সূত্রে খবর, এ বছরে বাংলায় শৈত্য আগমনের পথে বারবার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। গত বুধবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে রাজ্য থেকে উধাও হয়েছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২দিন এই মনোরম আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে । তবে দক্ষিণবঙ্গের ১২টি জেলায় ঘন কুয়াশা দেখা গেল ২৩শে জানুয়ারি থেকে। বিশেষত এদিন বেশি কুয়াশা ঘনীভূত হয় কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং দুই মেদিনীপুরে। কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা জুড়ে। কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে আগামী ২দিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপরের দিন ঘন কুয়াশা বাড়তে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে। উত্তরপ্রদেশ, সিকিম, বিহার এবং উত্তরবঙ্গ জুড়েও আগামী ৪৮ ঘণ্টায় অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দৃশ্যমানতা নামতে পারে ৫০ থেকে ২০০ মিটারের নিচে।  আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার দাপট পরিলক্ষিত হওয়ার পর থেকেই শুরু হবে উত্তুরে হাওয়া । ২৬শে জানুয়ারি থেকে শীতের আমেজ অনুভূত হবে সারা বাংলা জুড়ে। প্রায় ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামবে তাপমাত্রার পারদ। তাই আগে থেকেই রাজ্যের মানুষকে জাঁকিয়ে শীত পড়ার সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস।