মালদা

রাতের অন্ধকারে বোমাবাজি, পথ অবরোধ গ্রামবাসীর

হক জাফর ইমাম, মালদা: মালদা ইংরেজবাজার থানার সদুল্লাপুর এলাকায় বুধবার রাতের অন্ধকারে বোমাবাজির ফলে আতঙ্কে গ্রামবাসীরা। ঘটনায় গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বৃহস্পতিবার সকালে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। ২৪ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
গ্রামবাসীরা জানান, বুধবার রাত সাড়ে ১১ নাগাদ গ্রামে পরপর ৭টি বোমা পড়ে। বোমা বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।চারটি বোমা ফাটলেও তিনটি বোমা ফাটেনি। অক্ষত অবস্থায় গ্রামের রাস্তায় পড়ে থাকে সেগুলি। গ্রামবাসীর সেগুলি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। এই দিন ঘটনায় প্রতিবাদকারী অরিজিৎ সরকার জানান রাতে তখন আমি দোকান থেকে বাড়ি ফিরছিলাম সেই সময় বোমার বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ি পরপর চারটি বোমার শব্দ আমরা শুনতে পাই চারিদিকে ধোয়ায় ঢেকে যায়। রাত থেকেই আমরা আতঙ্কে রয়েছি। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। গ্রামের বাসিন্দা মল্লিকা দাস এর বাড়ির গুলিতে পরপর তিনটি বোমা পড়ে। তিনি জানান আমাদের বাড়িতে তখন কেউ ছিল না তা না হলে বাড়ির সকলেই রাতের শেষ হয়ে যেত। বাড়ির পাশেই পরপর তিনটি বোমা পড়ে। পরে পুলিশকে সব দেখানো হয়েছে। বোমার বিকট শব্দে কান ঝালাপালা হয়ে যায়। আমরা এখন দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানাই। এদিন সকালে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সাদুল্লাপুরর কাছে মালদা-মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। যদিও কি কারনে বোমাবাজি গ্রামবাসীরা তা বলতে পারেননি। রাজনৈতিক কারণ না ব্যক্তিগত শত্রুতার জেরে এই বোমাবাজি তা খোঁজার চেষ্টা করছে পুলিশ।