দেশ

দিল্লির ভোটের মুখে সংসদে রাম মন্দির ট্রাস্টের ঘোষণা প্রধানমন্ত্রীর

উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার স্বশাসিত ট্রাস্ট গঠন করতে চলেছে। ট্রাস্টের নাম হবে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র’ ৷ দিল্লির ভোটের মুখে আজ লোকসভায় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এও বলেন, এই ট্রাস্ট সম্পূর্ণ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তৈরি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, এই রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দির তৈরি করতে সবরকম সিদ্ধান্ত গ্রহণ করবে। আর এই ট্রাস্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করেই। তিনি বলেন, ‘‌সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দিতে রাজি হয়েছে উত্তরপ্রদেশ। ভারতে হিন্দু, মুসলিম, শিখ, খৃস্টান, বৌদ্ধ, পার্সি এবং জৈন– সবাই একই পরিবারের সদস্য। সবাইকে অযোধ্যায় রামমন্দির গঠনে সাহায্যের জন্য আবেদন করছি।’‌