কলকাতা

‘রামায়ণে উড়ন্তযান ছিল, অর্জুনের তিরে পরমাণু শক্তি ছিল’, দাবি ধনকড়ের

ধনকড়ের তত্ত্বে হতবাক রাজ্যবাসী

মহাভারতের যুগে ইন্টারনেট-স্যাটেলাইট ছিল বলে আজব দাবি করে খবরের শিরোনামে এসেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আবার গরুর দুধে সোনা রয়েছে বলে জোর বিতর্ক বাধিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার এই তালিকায় নাম জুড়ল রাজ্যপাল জগদীপ ধনকড়ের। আজ এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপালকে বলতে শোনা যায়, ‘‘বিংশ শতাব্দী নয়, উড়ন্তযানের কথা বলা হয়েছে রামায়ণে। মহাভারতের সঞ্জয়ের মুখে একথা শোনা গিয়েছে’’। এতেই থামেননি ধনকড়। এরপরই রাজ্যপাল বলেন, ‘‘অর্জুনের তিরে পরমাণু শক্তি ছিল। ভারতকে উপেক্ষা করা যাবে না’’। রাজ্যপালের এমন আজব দাবি নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।