দেশে করোনার জেরে লকডাউন চলছে। বন্ধ দোকান-পাট। অর্থের লেনদেন প্রায় বন্ধ। এই অবস্থায় আরও একবার সাধারণ মানুষের পাশে দাঁড়াল কেন্দ্র। জানিয়ে দিল এই লকডাউনের মধ্যে দিতে হবে না স্বাস্থ্য বিমার টাকা।এই সুবিধা দেওয়া হয়েছে গাড়ির ইনসিওরেন্সে ক্ষেত্রেও। এই সময়ে পলিসি ল্যাপস হয়ে গেলেও শর্তানুযায়ী সুযোগ সুবিধে পাবেন গ্রাহক। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দিতে হবে না গাড়ির এবং স্বাস্থ্যবিমার ইনসিওরেন্সের কিস্তি।