লকডাউনে দেশের দরিদ্রদের জন্য আজ ১.৭ লক্ষ কোটির ‘গরিব কল্যাণ প্যাকেজ’ বা ত্রাণ ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এই প্যাকেজের সুবিধা পাবেন দেশের সব পরিযায়ী শ্রমিক, শহুরে এবং গ্রামীণ দরিদ্র মানুষরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ঘোষণা করেন, ‘প্রধানমন্ত্রী অন্ন যোজনা’–র অন্তর্গত ৮০ কোটি গরিব মানুষকে জন পিছু বিনামূল্যে অতিরিক্ত পাঁচ কেজি চাল বা গম এবং বিনামূল্যে এক কেজি ডাল পরিবারপিছু দেওয়া হবে আগামী তিনমাস। দুদফায় দেওয়া হবে এই প্যাকেজ। সীতারামণ জানালেন, এই সঙ্কটের সময় অক্লান্ত পরিশ্রম করে চলা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকা করে বিমার আওতাভুক্ত করা হচ্ছে। এর ফলে চিকিৎসক, নার্স, আশাকর্মী সহ এই পরিষেবার সঙ্গে যুক্ত ২০ লক্ষ মানুষ উপকৃত হবেন। অর্থমন্ত্রীর আরও ঘোষণা, কিষাণ সম্মান নিধিতে ৮.৬৯ কোটি কৃষক তাঁদের অ্যাকাউন্টে সরাসরি ২০০০ টাকা করে পাবেন। এপ্রিলের প্রথম সপ্তাহেই দেওয়া হবে প্রথম দফা। ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের আয় ১৮২ টাকা বাড়িয়ে ২০২ টাকা করা হল। ফলে তাঁদের রোজগার প্রায় ২০০০ টাকা বাড়বে। এর ফলে উপকৃত হবে প্রায় পাঁচ কোটি পরিবার। গরিব বৃদ্ধ, পেনশনভোগী, দিব্যাঙ্গ এবং বিধবাদের অ্যাকাউন্টে সরাসরি অতিরিক্ত ১০০০ টাকা করে ক্ষতিপূরণ দুদফায় দেবে সরকার। এর ফলে তিন কোটি মানুষ উপকৃত হবেন। ২০ কোটি মহিলা জনধন অ্যাকাউন্ট হোল্ডাররা আগামী তিন মাসে অতিরিক্ত ৫০০ টাকা প্রতি মাসে নিজেদের অ্যাকাউন্টে পাবেন। উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত কমপক্ষে ৮.৩ কোটি পরিবারের মহিলারা আগামী তিন মাসে তিন সিলিন্ডার বিনামূ্ল্যে পাবেন। ৬৩ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠী পাবে আগামী তিন মাস ২০ লক্ষ টাকার ঋণ নিতে পারবে এবং সেজন্য কোনও গ্যারান্টি দিতে হবে না। এর ফলে উপকৃত হবে সাত কোটি পরিবার। সংগঠিত ক্ষেত্রে ইপিএফ তহবিলে কর্মীদের পক্ষ থেকে এবং মালিকপক্ষের তরফে যে ১২শতাংশ ফান্ড জমা হত, সেই সম্পূর্ণ টাকা আগামী তিন মাস কেন্দ্রই জমা করবে। যেসব কোম্পানির ১০০জন কর্মী আছেন এবং তাঁদের মধ্যে ৯০ শতাংশের বেতন ১৫০০০ টাকার কম, সেগুলিই এই সুবিধা পাবে।