কলকাতা পুজো

করোনাঃ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকার অনুদান ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর

ঈশিতা উপাধ্যায়, কলকাতাঃ করোনা আতঙ্কে ত্রস্ত গোটা বিশ্ব। এই পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট তৎপর রাজ্য সরকার। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এমারজেন্সি রিলিফ ফান্ডের কথা জানান। সরকার ইতিমধ্যেই তাতে ২০০ কোটি রাখলেও আরও সাহায্যের প্রয়োজন বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সাধারণ মানুষকে এগিয়ে আসার আর্জি জানান তিনি। মুখ্যমন্ত্রীর এই আর্জিতে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল ‘ফোরাম ফর দুর্গোৎসব’। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকার অনুদান দিল ফোরাম ফর দুর্গোৎসব । দুর্গাপুজোর সময়ে এই ফোরামের অন্তর্গত ৩৫০-রও বেশি ক্লাবের হাত ধরে তিলোত্তমা সেজে ওঠে। তাছাড়াও সারা বছর ধরেই ফোরামের পক্ষ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি পালন করা হয়ে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য ‘মায়ের জন্য রক্তদান’। মানুষের মঙ্গলে যেভাবে ফোরাম ফর দুর্গোৎসব এর আগেও নিয়মিত কাজ করেছে আজ এই নোভেল করোনা ভাইরাসের দুর্যোগেও পিছিয়ে থাকেনি। ‘ফোরাম ফর দুর্গোত্‍সব’-এর সভাপতি কাজল সরকার জানিয়েছেন, ‘ সারা বিশ্বের অধিকাংশ মানব সমাজ আজ ভয়ঙ্কর করোনার সংক্রমণের কড়াল গ্রাসে নিমজ্জিত বহু মানুষ সংক্রামিত। আজ এই মুহূর্তে সারা দেশ লকডাউন। প্রাণ বাঁচাতে আজ আমরা সবাই ঘরবন্দি। এমতাবস্থায় মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই ফোরাম ফর দুর্গোৎসব’-এর একমাত্র কর্তব্য। বিশেষ করে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যারা এই মুহূর্তে আমাদের সকলের কাছে ঈশ্বর স্বরূপ, কারণ একমাএ সরকারের মাধ্যমেই আমরা প্রান বাঁচানোর রসদ টুকু পেতে পারি যা ইতিমধ্যেই আমরা পাচ্ছি বা, আগামী দিনেও পাবো। ঘরবন্দি হয়ে থাকাটাই যেখানে আমাদের একমাএ বাঁচার পথ। তাই মানুষের মঙ্গলে যেভাবে ফোরাম ফর দুর্গোৎসব এর আগেও নিয়মিত কাজ করেছে আজ এই দুর্যোগেও পিছিয়ে থাকবে না। ফোরামের কার্যকরী কমিটি তাই সিদ্ধান্ত নিয়ে ২ লক্ষ টাকার অনুদান দেওয়া হল মুখ্যমন্ত্রীর এমারজেন্সি রিলিফ ফান্ডে ‘। ‘ফোরাম ফর দুর্গোত্‍সব’-এর সাধারণ সম্পাদক শাশ্বত বোস বলেন, ‘যদিও জানি এই অবস্থায় ২ লক্ষ টাকা সমুদ্রে এক ঘটি জলের সমান কিন্তু এটাও ঠিক বিন্দু বিন্দু জলেই সমুদ্র তৈরী হয় আমরা না হয় এই বিশাল মানব সমাজের এই দুর্যোগে তাদের পাশে কয়েক বিন্দু সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম আগামীর এক সুন্দর, সোনালী, বিপদমুক্ত সকাল দেখার আশায়। সবাই সাবধানে থাকবেন, পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকবেন’।