দিল্লির স্মৃতি উস্কে দিল মুম্বই। ‘বাড়ি ফিরতে চাই’, এই দাবিতে লাখ লাখ শ্রমিকের জমায়েত বাণিজ্যনগরীতে। মঙ্গলবার সকালে লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদি। লকডাউনের সময়সীমা বাড়তেই মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে হাজার হাজার পরিযায়ী শ্রমিকের ভিড় জমতে থাকে বাড়ি ফেরার দাবিতে। প্রত্যেকের মুখে একটাই কথা, খাবার নেই, রোজগার নেই! কী করে থাকব? প্রথম লকডাউনের পর তাঁরা চুপ ছিলেন ঠিকই। কিন্তু ফের লকডাউনের সময়সীমা বাড়াতেই আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন তাঁরা। প্রথমে বান্দ্রা স্টেশনে। পরে একটি মসজিদে নিজেদের দাবিতে অনড় হয়ে প্রতিবাদ শুরু করেন তাঁরা। বিশাল পরিযায়ী শ্রমিকদের সেই ভিড় ছত্রভঙ্গ করতে হিমশিম খায় পুলিশও। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জও করে পুলিশ।