তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা। ঘটনাটি ঘটেছে লালগড়ে। অভিযোগ, রাত ১টা নাগাদ এলাকায় হামলা চালায় দুষ্কৃতীরা। রাতের অন্ধকারেই আগুন লাগিয়ে দেওয়া হয় ওই তৃণমূল কর্মীর বাড়িতে। আগুনে গোটা বাড়ি পুড়ে ছাই যায়। অভিযোগ, তৃণমূলের কার্যকরী সভাপতিকে মারার চেষ্টাটেই এই কাজ করে দুষ্কৃতীরা।