দেশ

লোকসভা ও রাজ্যসভার সমস্ত বিজেপি সাংসদের জন্য আয়োজিত দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

লোকসভা ও রাজ্যসভার সমস্ত বিজেপি সাংসদের জন্য আয়োজিত দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি নাম  ‘অভ্যাস ভার্গা’। সংসদীয় গ্রন্থাগার ভবনে চলছে এই কর্মসূচি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ অন্যান্যরা। এই প্রশিক্ষণ কর্মসূচিতে শিষ্টাচার শেখানোর জন্য সাংসদদের ক্লাস নেবে স্বয়ং প্রধানমন্ত্রী। এই শিক্ষণ কর্মসূচিতে সমস্ত সাংসদদের যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষত নতুন সাংসদদের কথা মাথায় রেখেই এই ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদি। সংসদের ভিতরে ও বাইরে সাংসদরা কিভাবে কথা বলবেন, মূলত সেটাই শেখানো হবে এই ক্লাসে। এছাড়া সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করার বিষয়টাও সাংসদদের শেখানো হবে এই ক্লাসে।সম্প্রতি বিজেপি সাংসদদের বিতর্কিত মন্তব্য, ধর্ষণ কাণ্ডে জড়িয়ে পড়া নিয়ে বিব্রত দল। তাই এই শিষ্টাচার ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সাধ্বী প্রজ্ঞা, রাম শঙ্কর কাটারিয়া, আকাশ বিজয়বর্গীয় কিংবা কুলদীপ সেঙ্গারের কাণ্ডে যথেষ্ট বিরক্ত বিজেপি। তাই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।