জেলা

শবর পাড়ায় এনআরসির আতঙ্ক ছড়াচ্ছে দালালচক্র

ঝাড়গ্রাম: লোধা-শবরদের মধ্যে এনআরসি নিয়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যে দু’একটি মহল থেকে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে তার নিন্দা করা হয়েছে তৃণমূল ও বিজেপি উভয় দলের পক্ষ থেকে৷ এইসব অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছে লোধা শবর সংগঠনও।এই প্রসঙ্গে নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক উজ্জ্বল দত্ত বলেন, ‘‘লোধা-শবররা দেশের আদিম উপজাতি। তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া সম্ভব নয়৷ আমাদের সরকার লোধা শবরদের পাশে আছে।’’লোধা-শবর কল্যাণ সমিতির ঝাড়গ্রাম জেলা সাধারণ সম্পাদক বলাই নায়েক বলেন, ‘‘বীরহোড়, টোটো এবং লোধা-শবররা এই রাজ্যের আদিম উপজাতি। অনেকের নথি আছে৷ অনেকের তা না থাকলেও ভয়ের কিছু নেই। বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই ধরনের বিভ্রান্তির বিরুদ্ধে সাংগঠনিক ভাবে আন্দোলনে নামব।’’এই প্রসঙ্গে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম বলেন, ‘‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। আদিম উপজাতি, আদিবাসী বা মূলবাসীরা অনুপ্রবেশকারী নয়। জাতীয় নাগরিক পঞ্জি তৈরির আগে নাগরিকত্ব বিল হবে। তাতে যাদের নাগরিকত্ব আছে এবং যারা ভূমিপুত্র তাদের নাম লিপিবদ্ধ হবে। আর দেশের আদিবাসীরা অনুপ্রবেশকারী নয়। উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’’এদিকে ঝাড়গ্রামের কদমকাননের শবর পাড়ায় এনআরসি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ার পর সেখানকার একটি ক্লাবের সদস্যরা শবরদের বাড়ি বাড়ি যান। ক্লাব সম্পাদক প্রান্তিক মৈত্র সহ সদস্যরা এনআরসি নিয়ে কোনও রকম গুজবে আতঙ্কিত না হওয়ার আবেদন জানান৷ একই আবেদন জানানো হয়েছে তৃণমূল-বিজেপি দল এবং লোধা শবরদের সংগঠনের পক্ষ থেকেও৷