কলকাতা

শহর থেকে বিদায় নিচ্ছে শীত

কলকাতাঃ শহর থেকে শীত বিদায় নিচ্ছে। আনুষ্ঠানিকভাবে সেকথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা থেকে শীত চলে গেলেও, জেলায় এখনও শীতের অনুভূতি বজায় থাকবে আরও কয়েকদিন। তবে তা থাকবে রাত বা ভোরের দিকে। এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে চলতি সপ্তাহে ফের মেঘলা হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ারও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের হিসেবে কলকাতা ও শহরতলিতে কনকনে শীত থাকে সাধারণত ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে। তার আশপাশের সময়েও শীতের অনুভূতি বজায় থাকে ঠিকই, কিন্তু ঠান্ডার অনুভূতি তেমন জাঁকালো হয় না। জেলায় অবশ্য শীতের পরশ আরও কিছুটা দীর্ঘায়িত হয়। কিন্তু সেই হিসেবকে এবার কিছুটা ওলটপালট করে দিয়েছে প্রকৃতি। কলকাতাবাসীর কাছে এবারের শীত যেন একটু বেশিই থিতু হয়েছে। আবহাওয়াবিদরা অবশ্য তার কৃতিত্ব দিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝাকে। উত্তর ভারতের উপর দিয়ে যেভাবে পরপর পশ্চিমী ঝঞ্ঝা গিয়েছে, তার প্রভাব পড়েছে বাংলার উপর। ঘনঘন বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ায় এবারের মরশুমে মেয়াদ বেড়েছে শীতের, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। তবে গত সপ্তাহ থেকেই অবশ্য কলকাতায় শীতের খামতি অনুভূত হচ্ছিল। রাতের দিকে বা ভোরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও, দিনে রোদের তেজ ছিল ভালোই। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা আরও একটু বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার বিকেলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা বাড়বে। আজ কলকাতায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রাও যেভাবে ধীরে ধীরে বাড়ছে, তা আজ ১৭ ডিগ্রিতে পৌঁছল । ফলে কলকাতায় শীত অনুভূত হবে না। কিন্তু জেলায় যেহেতু কলকাতার চেয়ে তাপমাত্রা দু-তিন ডিগ্রি কম থাকে, তাই সেখানে রাত বা ভোরের দিকে শীত অনুভূত হবে।