জেলা

শালিমার স্টেশনে শেড ভেঙে ২ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা, আহত ৪

হাওড়া: সাঁতরাগাছি  স্টেশনের পর এবার নির্মাণকাজ চলাকালীন শালিমার স্টেশনে ভেঙে পড়ল কংক্রিটের শেড। শেডের তলায় চাপা পড়ে অন্তত ছয় জন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই মৃত্যুর কথা এখনও সরকারিভাবে স্বীকার করা হয়নি। হাওড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত এক শ্রমিকের নাম দুখা পাসওয়ান। অন্য এক শ্রমিকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তাঁর অভিযোগ, এই ঘটনার সম্পূর্ণ দায় রেল কর্তৃপক্ষের।পাশাপাশি, আহতদের যাতে দ্রুততার সঙ্গে চিকিৎসা হয়, তার দিকেও রাজ্য সরকার নজর রাখছে বলেও জানান তিনি। অরূপ জানান, এই ঘটনার কথা জানার পর মুখ্যমন্ত্রী স্বয়ং পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শালিমার স্টেশনে নতুন শেডটি তৈরির কাজ চলছিল। সোমবার দুপুরে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই নির্মীয়মাণ শেড। শেড ভেঙে পড়ায় ওভারহেডের তার ছিঁড়ে যায়। সেই তারে লেগেই একজন বিদ্যু‍ৎস্পৃষ্ট হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান আরপিএফ ও রেল কর্তারা। তবে উদ্ধারকাজ শুরু হতে দেরি হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তার ছিঁড়ে যাওয়ার কারণে আপাতত হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।রেল সূত্রে জানা গিয়েছে, শালিমার স্টেশনের সৌন্দর্যায়ন ও আধুনীকিকরণের জন্যই এই কাজ হচ্ছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। তবে কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এই শেডের সিমেন্টের পিলার যথাযথ শক্তিশালী না হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। তবে কেন ঘটেছে তা অবশ্যই দেখা হবে। এই ঘটনার পর উত্তেজিত জনতা স্টেশন ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। সেখানে পুলিশ  সামাল দিতে গেলে আরও ঘোরালো হয়ে ওঠে সমগ্র এলাকার পরিস্থিতি। যদিও শেষ পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।