দেশ

শাহিনবাগের বিক্ষোভরতদের সঙ্গে আলোচনায় দুই সদস্যের মধ্যস্থতাকারীরা

নয়াদিল্লিঃ আজ শাহিনবাগের বিক্ষোভরত মহিলাদের সঙ্গে দেখা করতে গেলেন সুপ্রিম নিযুক্ত দুই সদস্যের মধ্যস্থতাকারী সঞ্জয় হেগরে এবং সাধনা রামচন্দ্রন। সেখানে বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলতে যান তাঁরা। দু’‌মাস ধরে বিক্ষোভ চলার কারণে মূল রাস্তা আটকে থাকা এবং আইনশৃঙ্খলার পরিস্থিতির কথা একাধিকবার তুলে ধরেছে বিজেপি। সংবাদমাধ্যমের বাইরে বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলতে চান মধ্যস্থতাকারীরা। যদিও সাংবাদিকদের উপস্থিতিতেই কথা বলতে চেয়েছেন আন্দোলনকারীরা। সাধনা রামচন্দ্রন সংবাদমাধ্যমে বলেন, ‘‌সুপ্রিম কোর্ট আপনাদের প্রতিবাদের অধিকার বহাল রেখেছেন। আমরা সবার কথা শুনব। আমাদের এমন একটা সমাধান করতে হবে, যা সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে।’‌

উল্লেখ্য, গত একমাসেরও বেশি সময় ধরে সিএএ নিয়ে বিক্ষোভে উত্তাল গোটা শাহিনবাগ। আর তার জেরেই সুপ্রিম কোর্ট জটিলতা কাটাতে একটি মধ্যস্থতাকারী দলকে নির্দেশ দেন শাহিনবাগ পৌঁছতে। আর সেই নির্দেশ মতো শাহিনবাগে মধ্যস্থতাকারী দল এদিন পৌঁছে যায়।