দেশ

শিগগির পাক-অধিকৃত কাশ্মীর ভারতের মানচিত্রে ঢুকবে: বিদেশমন্ত্রী জয়শঙ্কর

নয়াদিল্লি: খুব শিগগির পাক-অধিকৃত কাশ্মীর ভারতের ভৌগলিক অংশ হয়ে উঠবে৷ মঙ্গলবার নয়াদিল্লিতে এমনটাই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ এদিন তিনি বলেন, পাকিস্তান সম্পর্কে ভারত তার অবস্থানের কোন পরিবর্তন করছে না৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার কোন দ্বিপাক্ষিক বিষয় নয়৷ এটা ভারতের একেবারে আভ্যন্তরীণ সমস্যা৷ ভারত সেই সমাধান করতে জানে৷ সমস্যা মিটিয়ে নেওয়া হবে৷এদিন তিনি পাক-অধিকৃত কাশ্মীর ভারতের মানচিত্রে আনার প্রসঙ্গে বলেন, কাশ্মীর ভারতের অংশ৷ পাক-অধিকৃত কাশ্মীরও ভারতেরই অংশ৷ দ্বিতীয় মোদী সরকারের ১০০ পূরণ করেছে৷ তারই সমাপ্তির ঠিক আগে বিদেশমন্ত্রীর এই মন্তব্যের পিছনে বড়সড় তাৎপর্য রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷