শিয়ালদহ-নৈহাটি আপ লাইনে বিকল মালগাড়ি। যার জেরে প্রায় ২ ঘণ্টা ব্যাহত ট্রেন চলাচল। ফলে বছরের শেষ দিনটায় চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। মঙ্গলবার সকাল সাড়ে ন’টা নাগাদ আপ লাইনে নৈহাটির কাছেই বিকল হয়ে পড়ে একটি মালগাড়ি। ফলে লালগোলা শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল পরিষেবা বন্ধ হয়ে যায় নৈহাটি-শান্তিপুর শাখাতেও। বিকল ইঞ্জিন লাইনের উপর দাঁড়িয়ে থাকায় দীর্ঘ সময় ওই শাখায় পরিষেবা থমকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় বিকল ইঞ্জিন সরিয়ে নিয়ে যান রেলকর্মীরা। ক্রিসমাসের ছুটিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও, কর্মব্যস্ত সপ্তাহের দ্বিতীয় দিন হওয়ায় বেশিরভাগ সরকারি–বেসরকারি অফিসই খোলা। তাই নিত্যযাত্রীদের ভিড় ছিলই। তারই সঙ্গে বর্ষবরণের ছুটিউপভোগ করতে যাওয়া বাঙালিদের ভিড়ও হয়। তার মধ্যে এই বিপত্তিতে সকালেই ভোগান্তি চরমে ওঠে যাত্রীদের। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকল সেই মালগাড়িটিকে সরানো সম্ভব হয়েছে বলে খবর। তারপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিন্তু দীর্ঘক্ষণ আপ লাইনে একাধিক ট্রেন আটকে পড়ায় প্রায় সব ট্রেনই দেরিতে চলছে।