কলকাতা

শেষ রাজীব মামলার শুনানি, আগামীকাল রায়দানের সম্ভাবনা

কলকাতাঃ রাজীব কুমারের আগাম জামিন মামলার শুনানি শেষ। আগামীকাল মঙ্গলবার মামলার রায়দানের সম্ভাবনা। সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ হাইকোর্টে সইদুল্লা মুন্সি এবং শুভাশিষ দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। বেলা সোয়া বারোটা পর্যন্ত সিবিআইয়ের আইনজীবীরা হওয়াল করেন। তারপরই দুই বিচারপতি রায়দান স্গতিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।প্রসঙ্গত, আলিপুর জেলা ও দায়রা আদালতে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন নাকচ হয়ে যায়। তার পরই গত সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর স্ত্রী সঞ্চিতা কুমার। বুধবার এই মামলার প্রথম শুনানি শুরু হয়। শুক্রবারও এক দফা শুনানি হয়।এদিকে, ২৫ সেপ্টেম্বর শেষ হয়ে গিয়েছে রাজীব কুমারের ছুটির মেয়াদ। এমনকি রোজভ্যালিকাণ্ডে সিবিআইয়ের পাঠানো নোটিসের জবাবে জানানো ছুটির দিন ৩০ সেপ্টেম্বর আজ। এখন অপেক্ষা রাজীব কুমার যদি ছুটির শেষে নিজেই ধরা দেন অথবা কাজে যোগ দিলে তাঁকে যদি গ্রেফতার করা যায়।গত প্রায় দু’সপ্তাহ ধরে রাজীবকে হন্যে হয়ে খুঁজছে প্রশাসন। রাজীবের খোঁজ পেতে নবান্নে গিয়ে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছেন। সেই সময়েই নবান্নের তরফে জ‌বাবি চিঠিতে জানিয়ে দেওয়া হয়, ৯ থেকে ২৫ সেপ্টেম্বর ছুটিতে আছেন রাজীব। সেই ২৫ সেপ্টেম্বর কেটে গেছে। রাজীবকে পাওয়া যায়নি। আজ তাঁর দ্বিতীয় দফার ছুটিও শেষ।