দেশ

শ্রীনগরে সিআরপিএফ-এর উপর গ্রেনেড হামলা

রবিবার দুপুরে জম্মু-কাশ্মীরের শ্রীনগরের লাল চওকের প্রতাপ পার্কে সিআরপিএফ–এর সি/‌১৭১ ব্যাটেলিয়নের উপর গ্রেনেড ছুড়ে চম্পট দেয় জঙ্গিরা। জখম হন দুজন সিআরপিএফ জওয়ান এবং দুজন সাধারণ মানুষ। হাসপাতালে ভর্তি করা হলেও তাঁদের কারও আঘাতই গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে খবর। প্রতি সপ্তাহের মতোই শহরের প্রাণকেন্দ্র প্রতাপ পার্কের রবিবারের বাজার ছিল ভিড়ে ঠাসা। হামলা হতেই আতঙ্কিত মানুষজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শ্রীনগরের আইজি সিআরপিএফ আর এস সাহির মতে, রবিবারের ব্যস্ত বাজারে গ্রেনেড হামলা চালিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ জিইয়ে রাখতে চাইছে জঙ্গিরা। যাতে উপত্যকায় কখনওই শান্তি না ফেরে। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। পুরো এলাকা খালি করে ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।