কলকাতা

ষষ্ঠীর সকালে মুখভার আকাশের, বিক্ষিপ্ত বৃষ্টিতে পুজো বানচালের আশঙ্কা

কলকাতাঃ পুজোয় বৃষ্টি যে চোখরাঙাবে সেই পূর্বাভাস ছিলই। পুজো ভেস্তে যাওয়ার আশঙ্কাও করছিলেন অনেকে৷ এবং মহাষষ্ঠীর সকালেই যেন সেই আশঙ্কা বাস্তব রূপ নিল। সকাল থেকেই মুখভার আকাশের। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল কলকাতা লাগোয়া কয়েকটি এলাকা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ যার জেরে পুজোর আনন্দে কিছুটা হলেও ভাটা পড়তে পারে দর্শনার্থীদের৷শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে কলকাতা-সহ উত্তর ২৪ পরগনার একাংশে। ইতিমধ্যে কয়েক জায়গায় হয়ে গিয়েছে দু-এক পশলা বৃষ্টি৷ হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ যোগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপের জেরে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে জেলাগুলিতে৷ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার মোটের উপর সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি৷ অষ্টমী ও নবমীতেও বৃষ্টির আশঙ্কা এড়ানো যাচ্ছে না। নবমী এবং দশমীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।একে বৃষ্টি আবার তার উপর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে স্বাভাবিক ভাবেই হতাশ উৎসবমুখর বাঙালি। বর্ষা এ রাজ্য থেকে বিদায় নিতে মোটামুটি অক্টোবরের প্রথম সপ্তাহ কেটে যায়। আর এবার পুজো পড়েছে অক্টোবরের প্রথম সপ্তাহেই। সেক্ষেত্রে বৃষ্টিতে পুজোর পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা যেন আরও প্রকট হচ্ছে। বৃষ্টি মাথায় করে নতুন জামাকাপড় পরে পুজোর দিনগুলো মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করে কাটবে কি না, সেই আশঙ্কায় দিন কাটছে উৎসবমুখর বাঙালির।