২০০ বছরের পুরনো এক সিন্দুক খুলে মিলল এক অভূতপূর্ব প্রমাণ। দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় খোলা গেল এই সিন্দুক। সংস্কৃত কলেজ তথা সমস্ত বিশ্ববিদ্যালয় গুদামঘর থেকে উদ্ধার হওয়া এই সিন্দুক থেকে মিলল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত নানা মূল্যবান নথিপত্র রুপোর পদক চেক প্রভৃতি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তৈরি বিধবাদের জন্য ফান্ডের নথি। প্রসঙ্গত বিদ্যাসাগরের সময় বিধবা বিবাহ আইন পাস করেছিল ব্রিটিশরা। মুক্তকেশী দেবীর বিধবা ফান্ড নামাঙ্কিত সেই নদীতে কত স্বামীহারা মহিলা কত টাকা করে অর্থ সাহায্য পেয়েছেন তার বিস্তারিত বর্ণনা রয়েছে। নথিটি ১৯৫৬ সালের বলে জানানো হয়েছে।এ ছাড়াও আরো একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে এই সিন্দুক থেকে।