কলকাতা

সমস্যা থাকলে ফোন করে ‘দিদি কে বলো’, অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রীর

‘দিদিকে বলো’

সমস্যা থাকলে আমাকে ফোন করুন ৯১৩৭০৯১৩৭০

 জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ নির্বাচনের পর থেকে কর্মসূচিতে জোর দিয়েছে তৃণমূল। কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে পথে নামছেন তৃণমূল নেতা-কর্মীরা। সেই উদ্যোগে নতুন জোয়ার আনতে এবার ‘দিদিকে বলো’ কর্মসূচি ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল প্রচুর হোল টাইমার নিয়োগ করবে বলে দলীয় সূত্রের খবর। সোমবার বেলা ২ঃ৩০ মিনিট নাগাদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নজরুল মঞ্চে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির থাকার কথা ব্লক সভাপতি থেকে শুরু করে শীর্ষস্তরের নেতাদের। সেখানেই ‘দিদিকে বলো’ কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূলনেত্রী। সূত্রের খবর, দলকে জন সংযোগের পথে ফেরাতে প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত এই কর্মসূচি। এই কর্মসূচিতে রাজ্যের প্রতিটি বুথের প্রতিটি বাড়িতে যাবেন তৃণমূল কর্মীরা। সরকারি প্রকল্পের সুবিধা ঠিক মতো পাচ্ছেন কি না। কোনও অভাব অভিযোগ রয়েছে কি না দলের বিরুদ্ধে। সূত্রের খবর, এজন্য পশ্চিমবঙ্গের প্রতিটি বুথে ৪ জন সর্বক্ষণের কর্মী নিয়োগ করতে চলেছে তৃণমূল। রাজ্যের ৭০,০০০ বুথে প্রায় ৩ লক্ষ কর্মী নিয়োগ করবে শাসকদল।  দেখুন ভিডিও –