মালদা

সমাজে মদ বিরোধী অন্দোলনে গ্রামের মহিলারা

হক জাফর ইমাম, মালদাঃ  মঙ্গলবার প্রায় ২০০ শতাধিক মহিলা এবং বেশ কিছু সাধারন মানুষ মিছিল করে মালদা শহরের ইংরেজবাজার বিডিও,ও ইংরেজ বাজার থানায় লিখিতভাবে অভিযোগের সাথে বিক্ষোভ প্রদর্শন করে । অভিযোগ গত চার মাস ধরে গজিয়ে ওঠা এক মদের দোকানকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি হয় সুদুল্লাপূর শশান এলাকাৎ ।এলাকারি রতি ঘোষ নামে এক ব্যক্তি সেখানে মদের দোকান খোলে । লোকজনের অভিযোগ কি করে পি ডব্লিউ ডির জায়গায় মদের দোকান খোলার লাইসেন্স পায়, যেখানে কাছে স্কুল,মন্দির থাকা সত্তেও ।তা ছাড়াও দিনে দুপুরে মদ খেয়ে রাস্তাদিয়ে যাওয়া মহিলা ও পাশে বয়ে যাওয়া নদীতে স্নান করতে যাওয়া মহিলাদের উত্তপ্ত করছে এবং উলঙ্গ হয়ে নদীতে নামছে।তার প্রতি বাদ করলে বচসা বাধে হাতাহাতি হয়,তার পর সেখানে উপস্থিত হয় মদ মালিক রতি ঘোষ ,অভিযোগ সে নাকি হাসুয়া দেখিয়া তাদেরকে ভয় দেখায় ও মরার হুমকি দেয়।ঘটনায় মালদা ইংরেজবাজার থানায় জানালে, পুলিশ নাকি উল্টা এলাকা বসিদের মধ্যে চার জন,মহিলা,চার জন পুরুষের বিরুধ্যে শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগ দিয়ে কোন লাভ হচ্ছে না বলে বাধ্য হয়ে এবার মালদা ইংরেজবাজার ব্লকের বিডিও কে লিখিত অভিযোগ করলে তিনি আশ্সাশ দেন ও পলিসের দরস্থ হতে বলেন।তাই এদিন তিন গ্রামের মহিলা ও পুরুষেরা মিলে মিছিল করে শ্লোগান তোলেন সেই মদের লাইসেন্স বাতিল করতে হবে ও বিহারের মত মদ মুক্ত বাংলা গড়তে হবে তা না হলে তারা বৃহত্তর অন্দোলনে নামবে এই বলে প্রথমে তারা বিডিও অফিসে তার পর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন।