দেশ

সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র

লাদাখ: জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার ঠিক একমাস পরে ভারতের সর্বচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন গ্লেসিয়ার এবার সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে। ভারতীয় সেনার কষ্টসাধ্য জীবনযাত্রার সঙ্গে মানুষকে পরিচিত করে তোলার ভাবনা থেকেই এই সিদ্ধান্ত, জানা গিয়েছে সেনা সূত্রে।প্রতিকূল আবহাওয়ার সঙ্গে ভারতীয় সেনা যেভাবে যুদ্ধ করে করে চলেছে, দৈনন্দিন জীবনের ওঠা-পরার সঙ্গে সাধারণ মানুষকে পরিচিত করে তোলার জন্যই এই প্রয়াস। সূতের খবর, ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন সাধারণ মানুষ সেনাবাহিনীর জীবনযাত্রার বিষয় জানতে আগ্রহ প্রকাশ করেছে।এই প্রসঙ্গে একজন আধিকারিক জানিয়েছেন, “সম্প্রতি সেনা প্রধান একটি সেমিনারে জানিয়েছেন ভারতীয় সেনা প্রশিক্ষন কেন্দ্রগুলিতে সাধারন মানুষকে আসতে অনুমতি দিয়েছে তবে এবার ভাবনা আছে, অন্যান্য পোস্টগুলি, আরও বেশি উচ্চতার শৃঙ্গগুলি যেমন সিয়াচেন গ্লেসিয়ারকে সাধারণের জন্য খুলে দেওয়া হবে।”ভারতীয় সেনা সাধারণ যারা কাজ করেন তাঁদের ছাড়া কোন মানুষকেই সিয়াচেন গ্লেসিয়ারে আসার অনুমতি এখনও দেয় না। ভাবা হচ্ছে যে, লাদাখের উচ্চ শৃঙ্গ যেগুলি বেশি কার্যকর সেই স্থানগুলিকেই সকলের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা। সেখানে সাধারন মানুষ আসবেন এবং সেনাদের কাজ চোখের সামনে থেকে দেখতে পারবেন।সিয়াচেন গ্লেসিয়ার লাদাখের একটি অংশ যা চলতি বছরের অগাস্ট মাসেই জম্মু ও কাশ্মীরের থেকে আলাদা হয়ে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। তবে এখনও পর্যটকদের নির্দিষ্ট কোন জায়গা বা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিইয়াচেন গ্লেসিয়ার পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। যা দেখাশোনার দায়িত্বে রয়েছে ভারতীয় সেনা। বিশালাকার গ্লেসিয়ার এবং চরম ঠান্ডা পরিস্থিতি এখানে ভারতীয় সেনার সবচেয়ে বড় শত্রু।