কলকাতাঃ সকাল থেকে চড়া রোদ। বেলা বাড়ার সঙ্গে আচমকাই তৈরি হল মেঘ। কয়েক পশলা বৃষ্টিতে ভিজল শহর কলকাতা এবং তাঁর পার্শ্ববর্তী জেলার কয়েকটি এলাকা। সঙ্গে ছিল বজ্যবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া। কিন্তু এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি ছাড়া আর কিছুই মিলবে না। কমবে না গরম। তার বদলে, কয়েকদিন বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরমও। ভাদ্র মাস শেষ হলেও পুজোর আগে গরম অতিষ্ঠ হবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বেলা গড়াতেই বৃষ্টি শুরু হয় কলকাতা–সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগণায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি শহরে আর্দ্রতার পরিমাণ ৫৮ শতাংশ। গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে তাতে পারদের কোনও হেরফের হয়নি। বরং আপেক্ষিক আর্দ্রতার ফলে গুমোট গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ২৪ তারিখের পর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার ফলে সেপ্টেম্বরের শেষভাগে বাড়তে পারে বৃষ্টি। এমনকি এর রেশ পড়তে পারে দুর্গাপুজোতেও।