নরেন্দ্র মোদি হায় হায়। স্লোগানে তখন মুখরিত আগরতলা। বিক্ষোভ তীব্র আকার নিয়েছে। পরিস্থিতি জটিল দেখে শুরু হয় খাকি উর্দির চোখ রাঙানি। মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের অপরাধে আগরতলায় গ্রেপ্তার করা হল ২০০ জন আদিবাসীকে। অমিত শাহের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে ফের রাজ্যে বনধের হুমকি দিয়েছে সিএএ বিরোধী আদিবাসী যৌথ আন্দোলন-বিক্ষোভ মঞ্চের নেতৃত্ব। বিক্ষোভে স্লোগান ওঠে ‘ন্যায় বিচার চাই, এনআরসি হায় হায়, নরেন্দ্র মোদি হায় হায়’। গত ডিসেম্বরে ক্যাবের প্রতিবাদ করে এই মঞ্চের তরফেই টানা তিন দিন ত্রিপুরা বনধের ডাক দেওয়া হয়েছিল। এরপর অবশ্য মঞ্চের নেতারা দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। তাঁদের দাবি সেই বৈঠকেই শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, আদিবাসীদের অধিকার ত্রিপুরায় সংরক্ষিত থাকবে এবং এই প্রসঙ্গে আগামী দিন কয়েকের মধ্যেই ফের বৈঠকে বসা হবে। সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের প্রায় এক মাস হতে চলেছে। বিজেপি শাসিত ত্রিপুরাতেও তা কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা হয়নি বলে অভিযোগ মঞ্চের নেতাদের। তাঁদের দাবিকে ‘অবজ্ঞা’ করা হয়েছে এবং তাঁরা ‘প্রতারিত’ বলে দাবি তাঁদের।