দেশ

সিএএ ও এসআরসি নিয়ে প্রতিবাদে পাশে আছি, মমতাকে চিঠি শরদ পাওয়ারের

এবার পাশে থাকার বার্তা দিলেন শরদ পাওয়ার। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মমতা ডাকলে তিনি আছেন। চিঠি দিয়ে সেই কথা দিদিকে জানালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। পাশাপাশি তিনি জানিয়েছেন, দেশের গণতন্ত্র বাঁচানোর জন্য তাঁকে ডাকলেই পাবেন তৃণমূল নেত্রী। এ বিষয়ে পরিকল্পনা করে যেন তাঁকে জানানো হয়। সম্প্রতি এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন দিদি। চিঠি গিয়েছিল এনসিপি প্রধান পাওয়ারের কাছেও। সোমবার সেই চিঠির জবাব দেন শরদ গোবিন্দ পাওয়ার। তিনি বলেন, দেশের এই উদ্বেগজনক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে কোনও আন্দোলনে আমি থাকতে পারলে খুশি হব।