দেশ

সুপ্রিম কোর্টের নির্দেশে বিপাকে এয়ারটেল-ভোডাফোন, মেটাতে হবে বিপুল জরিমানা

নয়াদিল্লিঃ শীর্ষ আদালতে জোর ধাক্কা খেল এয়ারটেল, ভোডাফোন-সহ দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি। নিয়ম মেনে চলছে না দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি। বহুদিন ধরেই এই অভিযোগ করে আসছিল কেন্দ্রীয় সরকার। বিষয়টি সুপ্রিমকোর্ট পর্যন্তও গড়ায়।কেন্দ্রের মূল অভিযোগ, ‘অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ’-এর নিয়ম মানছে না টেলিইকম সংস্থাগুলি। লাইসেন্স ফি এবং স্পেক্ট্রাম ফি নিয়েও সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ ছিল কেন্দ্রের। শুক্রবার, শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে লাইসেন্স ফি এবং স্পেক্ট্রাম ফি, সুদ, জরিমানা বাবদ মোট ৯২ হাজার ৬৪১ কোটি টাকা দিতে হবে কেন্দ্রকে। এর মধ্যে মূল ফি ২৩ হাজার ১৮৯ কোটি টাকা, সুদ ৪১ হাজার ৬৫০ কোটি টাকা, জরিমানা ১০ হাজার ৯২৩ কোটি টাকা এবং জরিমানার উপর সুদ ১৬ হাজার ৮৭৮ কোটি টাকা।কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে বিপুল জরিমানা দিতে হবে এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়াকে। এয়ারটেলকে ২১ হাজার ৬৮২ কোটি টাকা এবং ভোডাফোনক-আইডিয়াকে দিতে হবে ২৮ হাজার ৩০৮ কোটি টাকা। তবে মাত্র ৩ বছর আগে বাণিজ্যিক পরিষেবা শুরু হওয়ায় জরিমানা বাবদ রিলায়েন্স জিও’কে দিতে হবে মাত্র ১৩ হাজার কোটি টাকা।